ফাইভ-জি নিরাপদ

তেজস্ক্রিয়তার মাপকাঠিতে ফাইভ-জি নেটওয়ার্ককে নিরাপদ বলে ঘোষণা দেওয়া হলো। বেতার তরঙ্গের স্বাস্থ্যঝুঁকি নিরূপণের কাজটা করে জার্মানিভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল কমিশন অন নন–আয়োনাইজিং রেডিয়েশন প্রোটেকশন (আইসিএনআইআরপি)। ফাইভ-জি তরঙ্গের স্বাস্থ্যঝুঁকি নিরূপণের জন্য নতুন করে নীতিমালা প্রণয়ন করেছে সংস্থাটি, গত ২০ বছরে যা প্রথম।

আইসিএনআইআরপির চেয়ারম্যান এরিক ভন রঙ্গেন বলেন, ‘আমরা জানি, কেউ কেউ ফাইভ-জির নিরাপত্তা নিয়ে চিন্তিত এবং আমরা আশা করছি, নতুন নীতিমালা মানুষকে আশ্বস্ত করবে। সব ধরনের বৈজ্ঞানিক গবেষণাপত্র, কর্মশালা এবং আলোচনার পরই নতুন নীতিমালা প্রণয়ন করা হয়েছে।’ সূত্র: দ্য গার্ডিয়ান