করোনাভাইরাস নিয়ে তৈরি অ্যাপ নিয়ে বাড়তি সতর্কতা

অ্যাপলের অ্যাপ স্টোর
অ্যাপলের অ্যাপ স্টোর

অ্যাপ স্টোরে করোনাভাইরাসের প্রাদুর্ভাব নিয়ে তৈরি অ্যাপ যুক্ত করার বাড়তি সতর্কতা অবলম্বন করছে অ্যাপল। প্রতিষ্ঠানটি এরই মধ্যে কমপক্ষে চার অ্যাপ নির্মাতার অ্যাপ প্রত্যাখ্যান করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভাইরাস সংক্রমণকে মহামারি হিসেবে চিহ্নিত করায় গুগলও একই ধরনের উদ্যোগ নিয়েছে।

শনিবার পোস্ট করা এক বিবৃতিতে অ্যাপল জানিয়েছে, তারা শুধু নির্ভরযোগ্য প্রতিষ্ঠানের কাছ থেকে অ্যাপ পেলে তা অ্যাপ স্টোরে রাখবে।

আমাজনও অ্যাপলের মতো পদক্ষেপ নিয়েছে। অনির্ভরযোগ্য উৎস থেকে আসা করোনভাইরাস–সংক্রান্ত সব অ্যাপ ব্লক করেছে প্রতিষ্ঠানটি। গুগলে করোনাভাইরাস বা কোভিড-১৯ সম্পর্কিত অনুসন্ধানের ফলাফলগুলো ব্লক করার একই রকম কৌশল গ্রহণ করেছে। সার্চ রেজাল্টে কেবল বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইট এবং বিশ্বস্ত অ্যাপ দেখাবে।

চলতি সপ্তাহের শুরুর দিকে মার্কিন প্রেসিডেন্টের বাসভবন করোনাভাইরাস নিয়ে ভুল তথ্য প্রচার এবং অনলাইন গুজব ছড়িয়ে পড়া বন্ধ করতে সাহায্য চাইলে অ্যাপল, গুগল ও আমাজন এমন পদক্ষেপ নিল। সূত্র: সিনেট