প্রযুক্তিপণ্যে ওয়ারেন্টির মেয়াদ বাড়াল ওয়ালটন

করোনাভাইরাসের লকডাউন থাকায় প্রয়োজনীয় সেবা নিতে সার্ভিস সেন্টারে যেতে পারছেন না অনেক গ্রাহক। এ অবস্থায় গ্রাহকদের জন্য বিভিন্ন পণ্যের ওয়ারেন্টির মেয়াদ বাড়িয়েছে দেশের প্রযুক্তিপণ্যের প্রতিষ্ঠান ওয়ালটন।

প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওয়ারেন্টির মেয়াদ বাড়ানোর পাশাপাশি অনলাইন থেকে পণ্য কেনার সুবিধা চালু করেছে তারা। ওয়ালটন রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, টেলিভিশন, মোবাইল ফোন, ল্যাপটপ-কম্পিউটার এবং হোম অ্যাপ্লায়েন্স ইত্যাদি পণ্যের ওয়ারেন্টির মেয়াদ বাড়ানো হয়েছে।

পণ্যভেদে চলতি বছরের ২৫ মার্চ থেকে ২৫ মে পর্যন্ত যেসব ওয়ারেন্টি শেষ হচ্ছে সেগুলোর মেয়াদ বেড়েছে ২৬ মে পর্যন্ত। যেসব ফ্রিজের ওয়ারেন্টি ২৬ মার্চ থেকে ৩০ এপ্রিলের মধ্যে শেষ হচ্ছে সেগুলোর মেয়াদ ৩১ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। এসির মেয়াদ বেড়েছে ৩১ মে পর্যন্ত।

ওয়ালটন মোবাইলের রিটেইল চ্যানেল সেলস ম্যানেজার খলিলুর রহমান জানান, যেসব ডিভাইসের ওয়ারেন্টি ২৬ মার্চ থেকে ২৫ মে শেষ হচ্ছে সেগুলোর মেয়াদ ২৬ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।