নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপ
হোয়াটসঅ্যাপ

অনলাইনে যোগাযোগের ক্ষেত্রে মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ বেশ জনপ্রিয়। বিগত কয়েক বছর ধরেই এতে নিয়মিত নতুন ফিচার যোগ হয়েছে। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য অ্যাপে নতুন একটি ফিচার যুক্ত করছে মার্কিন কোম্পানিটি। এতদিন অ্যাকাউন্টে একটাই মোবাইল থেকে ব্যবহার করার সুযেোগ ছিল। নতুন ফিচারে সেই ডিভাইসের সংখ্যা বাড়তে চলেছে। অর্থাৎ, হোয়াটসঅ্যাপ এখন থেকে একাধিক ডিভাইস সমর্থন করবে।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ধরে নিন, আপনার স্মার্টফোনে নিজের ফোন নম্বর ব্যবহার করে হোয়াটসঅ্যাপ লগ ইন করা রয়েছে। একই নম্বরের মাধ্যমে অন্য একটি ফোনে হোয়াটসঅ্যাপ লগ ইন করার আগে প্রথম ফোন থেকে লগ আউট করা বাধ্যতামূলক। নতুন ফিচারে একসঙ্গে একাধিক স্মার্টফোন থেকে একই অ্যাকাউন্ট লক ইন করার সুযোগ দেবে হোয়াটসঅ্যাপ ।

ডব্লিউএবিটা ইনফেো ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য সামনে এসেছে। গত বছর থেকে এই ফিচার তৈরিতে কাজ করছে মেসেজিং কোম্পানিটি। সম্প্রতি অ্যানড্রয়েড বিটা আপডেটে নতুন ফিচারটি আবার দেখা গেছে। সেখানে অন্য ডিভাইস থেকে একই অ্যাকাউন্ট লগ ইন করার অপশন যোগ হয়েছে।