করোনা নিয়ে স্বাস্থ্য বাতায়নের হেল্পবট চালু

করোনা নিয়ে বট চালু করেছে স্বাস্থ্য বাতায়ন।
করোনা নিয়ে বট চালু করেছে স্বাস্থ্য বাতায়ন।

ডিজিটাল উপায়ে চিকিৎসা সেবা প্রদান করার লক্ষ্যে নতুন পদক্ষেপ গ্রহণ করেছে স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩। এ স্বাস্থ্য বাতায়নে যুক্ত হয়েছে ফেসবুকের অত্যাধুনিক চ্যাটবট সুবিধা। স্বাস্থ্য বাতায়নের ফেসবুক পেজে এ চ্যাট সেবা পাওয়া যাবে।

সাধারণ জনগণকে সেবা দিতে ২০১৬ সাল থেকে সিনেসিস আইটি তত্ত্বাবধানে এবং জাতীয় স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে যাত্রা করে জাতীয় স্বাস্থ্য সেবা কল সেন্টার স্বাস্থ্য বাতায়ন। তাদের তৈরি চ্যাটবটকে বলা হচ্ছে করোনা হেল্প বট।

কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত এ বট মানুষের কথোপকথন অনুকরণ করতে পারে। করোনাভাইরাস সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে পারে বটটি। এর সাহায্যে যে কেউ সহজেই করোনা সম্পর্কে সাধারন তথ্য এবং আইইডিসিআরের প্রদত্ত গাইডলাইন অনুযায়ী ডিজিটাল টেস্ট করাতে পারবেন।

স্বাস্থ্য বাতায়নের ফেসবুক পেজে সেন্ড মেসেজ বাটনে ক্লিক করলে গেট স্টার্টেড অপশন আসবে। এখান থেকে করোনার লক্ষণ ও প্রতিরোধের উপায়, ডিজিটাল টেস্ট এবং জরুরী যোগাযোগের ফোন নাম্বার সহ তথ্য পাওয়া যাবে। জরুরি যোগাযোগের মাধ্যম এবং লাইভ আপডেট এর মধ্যে ১৬২৬৩ ও ৩৩৩ এ সরাসরি ফোন করার অপশন থাকবে।