কোভিড-১৯ যোদ্ধাদের বিক্রয়োত্তর সেবা দিচ্ছে শাওমি

শাওমি লোগো
শাওমি লোগো

কোভিড-১৯ মোকাবিলায় দেশব্যাপী কাজ করা সম্মুখ যোদ্ধা হিসেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও স্বাস্থ্য বিভাগের কর্মীদের জন্য বিনা মূল্যে বিক্রয়োত্তর সেবা দিতে শুরু করেছে মোবাইল ব্র্যান্ড শাওমি। দেশে সীমিত পরিসরে ব্যবসায়িক কর্মকাণ্ড শুরু করেছে প্রতিষ্ঠানটি।

শাওমি কর্তৃপক্ষ জানিয়েছে, বিক্রয়োত্তর সেবার পাশাপাশি স্মার্টফোনের খুচরা যন্ত্রাংশে ছাড় দিচ্ছে তারা। শাওমির অনুমোদিত সব গ্রাহক সেবা কেন্দ্রে চলতি মে মাসের শেষ পর্যন্ত এ সেবা পাওয়া যাবে।

শাওমি বাংলাদেশ-এর কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, 'কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াই করে জাতিকে রক্ষা করতে যেসব সম্মুখভাগের কর্মীরা কাজ করে যাচ্ছেন, তাঁদের জন্য সেবা দিতে পেরে আমরা আনন্দিত। আমাদের সুরক্ষিত রাখতে যে হিরোরা কাজ করছেন, তাঁদের পাশে থেকে সহযোগিতা করার এটাই শ্রেষ্ঠ সময়।'

শাওমি কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভারতের কনজ্যুমার ইন্টেলিজেন্স প্রতিষ্ঠান রেডকোয়ান্টা শাওমিকে বাংলাদেশে ২০১৯ সালের চতুর্থ প্রান্তিকে বিক্রয়োত্তর সেবায় শীর্ষস্থানীয় ব্র্যান্ড হিসেবে ঘোষণা করেছে।