আমাজন ভবিষ্যতে রোবো-ট্যাক্সি ছাড়বে

জুকস কে কিনে নিচ্ছে আমাজন
জুকস কে কিনে নিচ্ছে আমাজন

প্রযুক্তি দুনিয়ায় মার্কিন কোম্পানি আমাজন এখন বিশাল এক নাম। ই-কমার্স থেকে শুরু করে বিভিন্ন ধরনের ব্যবসা রয়েছে আমাজনের। ভবিষ্যতের কথা ভেবে আমাজন এবার হাত বাড়াল রাইড শেয়ারিং কোম্পানির দিকে। মঙ্গলবার ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোভিত্তিক রোবো-ট্যাক্সি স্টার্টআপ কোম্পানি জুকসকে কেনার আলোচনা শুরু করেছে আমাজন কর্তৃপক্ষ। জুকসকে কিনলে ভবিষ্যতে স্বচালিত প্রযুক্তির গাড়ি আমাজনের হাতে চলে আসবে।

এরই প্রচেষ্টা হিসেবে আমাজন স্টার্টআপ অধিগ্রহণের কথা ভাবছে। গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট, রাইড শেয়ারিং কোম্পানি উবার, গাড়ি নির্মাতা টেসলাসহ বিভিন্ন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান প্রযুক্তি খাতে বিনিয়োগ করেছে যাতে গাড়ি চালাতে মানুষের প্রয়োজন না পড়ে। চালকের বদলে গাড়ি নেভিগেট করতে পারে বুদ্ধিমান যন্ত্র। স্বচালিত গাড়ি বা সেলফ ড্রাইভিং ভেহিকল প্রযুক্তির দৌড়ে শামিল হতে আমাজেনের নিজস্ব কারিগরি দল রয়েছে । তারা ই-কমার্স খাতে জুকসের পণ্যবাহী ট্রাকগুলো ব্যবহারের কথা ভেবে এ দিকে নজর দিয়েছে।

আমাজন ও জুকস চুক্তির অগ্রগতি নিয়ে আলোচনায় রয়েছে। ২ বছর আগে স্টার্টআপটির যে মূল্য ধরা হয়েছিল, এখনকার মূল্য সেই ৩২০ কোটি ডলারের চেয়ে কম হবে। ২০১৪ সালে সানফ্রান্সিসকোতে প্রতিষ্ঠিত স্টার্টআপটি অটোনোমাস বা স্বচালিত গাড়ির বহর তৈরির মিশন নিয়ে কাজ করে। গত বছর লাস ভেগাসে এটি চালুর লক্ষ্য নির্ধারণ করেছিল প্রতিষ্ঠানটি, যেখানে মোবাইল অ্যাপ দিয়ে চালকবিহীন গাড়িগুলো ডাকা যাবে।