সব দোকান বন্ধ করে দিচ্ছে মাইক্রোসফট

মাইক্রোসফট স্টোর। ছবি: রয়টার্স
মাইক্রোসফট স্টোর। ছবি: রয়টার্স

বিশ্বব্যাপী যত দোকান রয়েছে, সব স্থায়ীভাবে বন্ধ করে দিচ্ছে মাইক্রোসফট। গত শুক্রবার এই ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। অন্যান্য প্রতিষ্ঠানের মতো এই প্রতিষ্ঠানও করোনাভাইরাসের মহামারির কারণে মার্চের শেষ দিকে নিজেদের সব দোকান অস্থায়ীভাবে বন্ধ করে দেয়।

এখন প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, দোকান বাবদ প্রায় ৪৫ কোটি মার্কিন ডলার ব্যয় কমানোর লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ, বিশ্বের বিভিন্ন দেশে থাকা ৮০ টির বেশি দোকান বন্ধ করে দিচ্ছে তারা। আর গ্রাহকদের পুরো সেবা এখন অনলাইনে দেওয়া হবে।

মাইক্রোসফট জানিয়েছে, সব দোকান বন্ধ হলেও অভিজ্ঞতা বিনিময়ের জন্য প্রতিষ্ঠানটি চারটি দোকান খোলা রাখবে। এই দোকানগুলো থাকবে লন্ডন, নিউইয়র্ক, সিডনি ও রেডমন্ডে। তবে সেগুলোও নতুনভাবে সাজানো হবে। দোকানগুলো বন্ধ করে দেওয়ার কারণে কী পরিমাণ কর্মী চাকরি হারাচ্ছেন, তা এখনো জানা যায়নি। এএফপি, সান ফ্রান্সিসকো