রেনো ৪ আনল অপো

অপো রেনো ৪। ছবি: অপোর সৌজন্যে
অপো রেনো ৪। ছবি: অপোর সৌজন্যে

দেশের বাজারে নতুন স্মার্টফোন রেনো ৪ আনল চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান অপো। আজ শনিবার অনলাইনে এক অনুষ্ঠানে স্মার্টফোনটি উদ্বোধন করেছে প্রতিষ্ঠানটি। স্মার্টফোনটিতে রয়েছে এফএইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে। অপোর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, উন্নত এআই স্মার্ট সেন্সরের মাধ্যমে ফোন স্পর্শ না করেই শুধু হাতের ইশারায় নানা ফিচার ব্যবহার করা যাবে।

রেনো ৪-এর চারটি পেছনের ক্যামেরা হিসেবে রয়েছে ৪৮ মেগাপিক্সেলের প্রাথমিক ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স, ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এর সামনে রয়েছে ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা।

অপো রেনো ৪-এ ব্যবহার করা হয়েছে কালার ওএস ৭.২। এতে আরও আছে স্ন্যাপড্রাগন ৭২০জি প্রসেসর, ৮ জিবি র‍্যাম, অ্যাড্রিনো ৬১৮ জিপিইউ এবং ১২৮ জিবি রম। ৩০ ওয়াটের ভোক ফ্ল্যাশ চার্জ ৪.০ এর মাধ্যমে মাত্র ২০ মিনিটে ফোনটির ৫০ শতাংশ চার্জ দেওয়া যাবে।

দেশের বাজারে রেনো ৪-এর দাম হবে ৩৪ হাজার ৯৯০ টাকা। ফোনটি বাজারে পাওয়া যাবে ১৩ আগস্ট থেকে। আজ শনিবার থেকে ফোনটির আগাম ফরমাশ নেবে অপো।