নেত্রকোনায় গ্রামীণফোনের থ্রিজি নেটওয়ার্ক

নেত্রকোনা পৌর এলাকায় গ্রামীণফোনের তৃতীয় প্রজন্মের (থ্রিজি) নেটওয়ার্ক গত বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। শহরের মোক্তার পাড়ায় গ্রামীণফোন কাস্টমার সেন্টারে এ সেবার উদ্বোধন করেন নেত্রকোনার জেলা প্রশাসক আবুল কালাম আজাদ।
এ সময় উপস্থিত ছিলেন গ্রামীণফোনের ময়মনসিংহ আঞ্চলিক ব্যবস্থাপক সাজ্জাদুর রহমান, বিপণন ব্যবস্থাপক মিজানুর রহমান, টেরিটরি কর্মকর্তা আরিফুর ইসলাম প্রমুখ।
গ্রামীণফোনের কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে পৌর এলাকা থ্রিজি নেটওয়ার্কের আওতায় আনা হলেও পর্যায়ক্রমে পুরো জেলায় এ সেবা চালু করা হবে। থ্রিজি চালু হওয়ায় সহজেই ভিডিও কল এবং দ্রুতগতির ইন্টারনেট ব্যবহার করা যাবে।