টারগাস ব্লু ট্রেস মাউস বাজারে

টারগাস ব্লু ট্রেস মাউস
টারগাস ব্লু ট্রেস মাউস

সম্প্রতি খ্যাত টারগাস ব্র্যান্ডের ওয়্যারলেস ব্লু ট্রেস মাউস দেশের বাজারে বিপণন করছে স্মার্ট টেকনোলজিস।
টারগাস ব্র্যান্ডের ব্লুট্রেস মাউসে থাকা ব্লু ট্রেস প্রযুক্তির কল্যাণে তা নিখুঁতভাবে ট্র্যাকিং করতে পারে বলেই দাবি করেন এর নির্মাতারা।
অপ্টিক্যাল ও লেজার প্রযুক্তির সমন্বয় করে ট্র্যাকিং করে বলে টারগাস ব্র্যান্ডের মাউস নিখুঁত ট্র্যাকিং করতে পারে এবং কাঠ, কাচ, পাথর কিংবা কারপেটের মতো পৃষ্ঠেও সহজে ব্যবহার করা যায়।
বিপণনকারী প্রতিষ্ঠানটির ভাষ্য, ব্লু ট্রেস টেকনোলজির এই মাউস ডেস্কটপ এবং ল্যাপটপে ব্যবহার করা যাবে। তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়্যারেন্টির নিশ্চয়তায় এক হাজার টাকায় কেনা যাবে এই মাউস।