আলো জ্বলা ক্রিকেট স্টাম্প

স্টাম্পে বল লাগলেই জ্বলে ওঠে বেল
স্টাম্পে বল লাগলেই জ্বলে ওঠে বেল

জিংয়ের আবিষ্কারক ব্রন্টে একারমান বলেছে, ‘প্রতিটা বেলের দামই একটা আইফোনের সমান। আমরা তাই খেলা শেষে এটা কোনো খেলোয়াড়কে দিয়ে দিতে পারি না। কোনো খেলোয়াড় যদি এটা নিয়ে যেতে চায়, আমি অবশ্যই তার পিছু তাড়া করে সেটা নিয়ে নেব।’

এই স্টাম্পে বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। স্টাম্প ও বেলের ভেতরে আছে বিশেষ সেন্সর। বল লাগলেই সেই সেন্সর জ্বালিয়ে দিচ্ছে এলইডি (লাইট এমিটিং ডায়োড) বাতিগুলো । এমন যদি হয়, বল শুধু বেলে আঘাত করল, স্টাম্পে নয়, তাতেও সেকেন্ডের এক হাজার ভাগের এক ভাগ সময়ের মধ্যে বেল থেকে স্টাম্পে বেতারসংকেত যাবে। জ্বলে উঠবে স্টাম্প। স্টাম্প ও বেলের ভেতরে রাখা আছে ছোট্ট ব্যাটারিও।

অবশ্য একারমান নয়, ক্রিকেটের এই অভিনব সংযোজনের আসল ধন্যবাদ প্রাপ্য তাঁর মেয়ের। ‘একদিন আমার মেয়ে এমন একটা বল নিয়ে খেলছিল, যেটা নিয়ে লোফালুফি করতেই সেটা জ্বলে ওঠে। তখনই আমার মাথায় আইডিয়াটি এল’—বলেছেন একারমান। শুধু দর্শকদের মনোরঞ্জন নয়, মাঠের আম্পায়ারদেরও রান আউট বা স্টাম্পিংয়ের সিদ্ধান্ত নিতে সাহায্য করছে এটা৷

কথা হলো, এত দামের বেল আর স্টাম্প, পেসারদের আঘাতে যদি ভেঙে যায়? একারমান আত্মবিশ্বাসী, ভাঙবে না। অবশ্য শ্রীলঙ্কার ম্যাচে লাসিথ মালিঙ্গার দুর্ধর্ষ সব ইয়র্কারের সময় তাঁর বুক দুরুদুরু করছিল৷ মালিঙ্গার পেসের আঘাত সহ্য যখন করতে পেরেছে, তখন আর ভয় নেই। কিন্তু শখের স্যুভেনির রাখার কী হবে? একারমান আশাবাদী, একসময় এর উৎপাদন খরচ কমে এলে তখন আর খেলোয়াড়দের স্টাম্পগুলো নিতে বাধা দেওয়া হবে না।