দেশের ইতিহাস নিয়ে অ্যাপ 'ইতি বাংলাদেশ'

ইতি বাংলাদেশ অ্যাপ
ইতি বাংলাদেশ অ্যাপ

তরুণদের কাছে বাংলাদেশের ইতিহাস জানাতে ‘ইতি বাংলাদেশ’ নামে অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপ তৈরি করেছে নির্মাতা প্রতিষ্ঠান বিজনেস অ্যাপ স্টেশন।

অ্যাপ্লিকেশন নির্মাতা প্রতিষ্ঠানটি জানিয়েছে, অ্যান্ড্রয়েড অ্যাপটিতে তারিখ ও সাল অনুযায়ী টাইমলাইন আকারে ৬৬টি ঘটনার ছবি ও তথ্য তুলে ধরা হয়েছে। বাম পাশের মেনুর মাধ্যমে সাল ও তারিখ নির্বাচন করেও ঐতিহাসিক ঘটনা সম্পর্কে জানা ও ছবি সহজেই দেখা যাবে।

এ ছাড়া জর্জ হ্যারিসনের কনসার্ট ফর বাংলাদেশের সম্পূর্ণ অ্যালবাম, মুক্তিযুদ্ধের তথ্যচিত্র, ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ, মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত ইতিহাস, মুক্তিযোদ্ধাদের শপথ গ্রহণ, বীরাঙ্গনা বাংলাদেশ নিয়ে তথ্যচিত্র, অসহযোগ আন্দোলন, পাকবাহিনীর আত্মসমর্পণ সহ ইউটিউবে প্রকাশিত মোট ২২টি ভিডিও অ্যাপটিতে যুক্ত করা হয়েছে।

বিজনেস অ্যাপ স্টেশনের সহ-প্রতিষ্ঠাতা ও অ্যাপ ডেভেলপার মাহমুদ হাসান সানি জানিয়েছেন, তরুণদের কাছে ডিজিটাল উপায়ে দেশের সঠিক ইতিহাস জানাতে এই অ্যাপ তৈরির উদ্যোগ নেওয়া হয়।  অ্যান্ড্রয়েডের পর আইওএস প্ল্যাটফর্মেও অ্যাপটি প্রকাশ করা হবে। গুগল প্লে স্টোর থেকে ‘ইতি বাংলাদেশ’ অ্যাপটি বিনামূল্যে ডাউনলোড করা যাবে।

অ্যাপটির ডাউনলোড লিংক  http://goo.gl/Xkezn0