অ্যাডোবি এখন শুধু ক্লাউডে

পুরোপুরি ক্লাউড প্রযুক্তিনির্ভর হয়ে ওঠার ঘোষণা দিয়েছে অ্যাডোবি সিস্টেমস। ৫ মে সোমবার অ্যাডোবি কর্তৃপক্ষ জানিয়েছে, এখন থেকে অ্যাডোবির তৈরি সব ‘ক্রিয়েটিভ সফটওয়্যার’ শুধু সাবসক্রিপশন করা যাবে অর্থাৎ ক্লাউড প্রযুক্তিতে রাখা হবে। এখান থেকে ব্যবহারকারীরা নির্দিষ্ট সাবসক্রিপশন ফির মাধ্যমে তা ব্যবহার করতে পারবেন। এক প্রতিবেদনে জানিয়েছে সিএনবিসি।
এদিকে বাজার-বিশ্লেষকেরা অ্যাডোবির এ সিদ্ধান্তকে কোনো সফটওয়্যার কোম্পানির সাহসী সিদ্ধান্ত বলে মনে করছেন।
অ্যাডোবি আরও জানিয়েছে, তাদের তৈরি ‘সিএস ৬’-এর মতো পুরোনো সফটওয়্যারের বিক্রি এখনই বন্ধ হচ্ছে না। তবে এ সফটওয়্যারে আর আপগ্রেড আনবে না তারা।
অ্যাডোবির এ সিদ্ধান্তে গ্রাহকেরা খুশি হলে অ্যাডোবির আয় বেড়ে যেতে পারে। এ ক্ষেত্রে অ্যাডোবির জন্য বিশেষ ঝুঁকিও থাকছে। মন্তব্য বাজার-বিশ্লেষকদের।
মাসিক বা বার্ষিক ভিত্তিকে অ্যাডোবির নতুন সফটওয়্যারের অনলাইন সাবসক্রিপশন করা যাবে। ফটোশপের মতো একটি সফটওয়্যারের ক্ষেত্রেও মাসিক সাবসক্রিপশন সুবিধা চালু করতে পারে অ্যাডোবি।