সম্মিলিত হূৎস্পন্দন!

noname
noname

সমবেত সংগীত পরিবেশনের সময় শিল্পীদের কণ্ঠের পাশাপাশি হূৎস্পন্দনও একই ছন্দে মিলে যায়। সুইডেনের গোথেনবার্গ বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এ তথ্য জানিয়েছেন। এ গবেষণার প্রতিবেদন ফ্রন্টিয়ার্স ইন নিউরোসায়েন্স সাময়িকীতে প্রকাশিত হয়েছে। সংশ্লিষ্ট গবেষক বিজর্ন ভিকহফ বলেন, গলা ছেড়ে গাওয়ার সময় শিল্পীদের নাড়ির গতি কমে যায় আর প্রশ্বাস গ্রহণকালে তাঁদের হূৎস্পন্দন বাড়ে। গলা মিলিয়ে গাওয়ার সময় পরস্পরের নাড়ির গতির এই ওঠা-নামার ব্যাপারটি প্রত্যেকের ক্ষেত্রে অদ্ভুতভাবে মিলে যায়। ১৫ জন গায়কের একটি দলের সদস্যদের বিভিন্ন ধরনের গান করতে দেওয়া হয় এবং ওই অবস্থায় তাঁদের ওপর বিভিন্ন পরীক্ষা চালানো হয়। বিবিসি।