শেষ হলো কোড ওয়ারিওরস চ্যালেঞ্জ

শেষ হলো ‘কোড ওয়ারিওরস চ্যালেঞ্জ-২০১৪’ শীর্ষক কোডিং প্রতিযোগিতা। প্রতিযোগিতা শুরু হয়েছিল গত শুক্রবার। প্রতিযোগিতাটি আসন্ন তথ্য ও প্রযুক্তি নিয়ে মেলা ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৪’-এর অংশ হিসেবে অনুষ্ঠিত হয়। কোডিং প্রতিযোগিতাটি ওয়েব অ্যাপ্লিকেশন ও মোবাইল অ্যাপ্লিকেশন দুই ভাগে অনুষ্ঠিত হয়েছে। অ্যান্ড্রয়েড ও আইফোনের বিভিন্ন ফিচার নিয়ে কোডিং করা হয়েছে মোবাইল অ্যাপ্লিকেশন বিভাগে। টানা ৩৬ ঘণ্টা চলা এই প্রতিযোগিতা নিয়ে বেসিস ইনস্টিটিউট অব টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্টের (বিআইটিএম) অনুষ্ঠান সমন্বয়ক সোয়েব মো. আশরাফ বলেন, ‘প্রতিযোগিতায় অংশ নিয়েছে মোট ৩৭ দল। যেখানে ১৭টি প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে রয়েছে ২০টি বিশ্ববিদ্যালয় থেকে আসা শিক্ষার্থীদের দলও।’ তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) ও বিআইটিএম। প্রতিযোগিতায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দল কাজ করছিল বিশেষ মোবাইল অ্যাপ্লিকেশন নিয়ে। দলের সদস্য দীন মোহাম্মদ জানান, ‘আমরা কন্টাক্ট ম্যানেজার অ্যাপ নিয়ে কাজ করছি। সহজে মুঠোফোনে সংরক্ষিত নম্বর বের করতে শ্রুতি নির্দেশনা আর ব্যক্তিটির অবস্থান জানতে যোগ করেছি ম্যাপ।’ ওয়েব অ্যাপ্লিকেশন ও মোবাইল অ্যাপ্লিকেশন দুই বিভাগ থেকে আলাদা আলাদাভাবে বিশ্ববিদ্যালয় ও প্রযুক্তি প্রতিষ্ঠান থেকে আসা দলকে বিজয়ী ও রানারআপ ঘোষণা করা হবে। প্রতিযোগিতায় সেরা দলগুলোকে পুরস্কৃত করা হবে ডিজিটাল ওয়ার্ল্ডের মূল আয়োজনে।