অ্যাপস আর সেমিনারে জমজমাট ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৪

ডিজিটাল ওয়ার্ল্ডে টাচস্ক্রিন প্রযুক্তির মাধ্যমে একটি সেবার নমুণা দেখছেন দুই দর্শক
ডিজিটাল ওয়ার্ল্ডে টাচস্ক্রিন প্রযুক্তির মাধ্যমে একটি সেবার নমুণা দেখছেন দুই দর্শক

প্রথম দিনেই জমে উঠেছে দেশের সবচেয়ে বড় তথ্যপ্রযুক্তির মেলা ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৪’। রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে চার দিনের এ আয়োজন৷ গতকাল বুধবার উদ্বোধনের পর দুপুর ১২টার দিকে মেলা খুলে দেওয়া হয়৷
মোবাইল অ্যাপ্লিকেশনস (অ্যাপস) তৈরিতে বাংলাদেশের জয়যাত্রা তুলে ধরতে ২৫টি স্টলে চলছে ‘মোবাইল ইনোভেশন’ প্রদর্শনী। দেিশ নির্মাতাদের তৈরি নানা ধরনের মোবাইল অ্যাপ হাজির হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান। গেম, তথ্যভিত্তিক নানা ধরনের অ্যাপ দেখাচ্ছে তারা৷ উইন্ডোজ, আইওএস এবং অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের উপযোগী হাজারের বেশি দেশি অ্যাপ রয়েছে এখানে৷
তথ্যপ্রযুক্তির এ বিশাল আয়োজনে প্রতিদিনই আছে সেমিনার ও কর্মশালা৷ গতকাল ছয়টি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মেলা প্রাঙ্গণের উইনডি টাউন সেন্টারে তথ্য নিরাপত্তা নিয়ে আয়োজিত সেমিনারে প্রধান বক্তা ছিলেন কোরিয়ার তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ আই ইয়াং হো৷ তিনি অ্যান্ড্রয়েট ফোনের ব্যাপারে কথা বলেন৷ তিনি অ্যান্ড্রয়েডের সাম্প্রতিকতম সংস্করণ কিটক্যাটের বিভিন্ন সুবিধা দেখান৷ আরেক আলোচক ছিলেন নিরাপত্তা বিশেষজ্ঞ ওমর ফারুক৷ তিনি নিরাপত্তার ক্ষেত্রে কোবিট-৫ েডটা সিস্টেমের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বলেন, ‘নিরাপত্তার ক্ষেত্রে যতটা হালনাগাদ প্রযুক্তি আমরা ব্যবহার করতে পারব, আমাদের তথ্য ততটাই সুরক্ষিত থাকবে। আজ বৃহস্পতিবার নয়টি সেমিনার থাকছে ডিজিটাল ওয়ার্ল্ডে৷ মেলা আজ বেলা দুইটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে৷ মেলায় বিনা মূল্যে প্রবেশ করা যাবে৷ দর্শকদের জন্য মেলায় আছে সেলফি বুথ ও বিনা মূল্যে ইন্টারনেট ব্যবহারের সুবিধা৷