দাম কমেছে নরটন ইন্টারনেট সিকিউরিটির

নরটন ইন্টারনেট সিকিউরিটি
নরটন ইন্টারনেট সিকিউরিটি

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে নরটন ইন্টারনেট সিকিউরিটি সফটওয়্যারের দাম ২৮ শতাংশ কমেছে।  সম্প্রতি ‘রেডকাডর্’ নামের একটি অফারে বিশেষ এই মূল্যছাড়ের ঘোষণা দিয়েছে নরটন ইন্টারনেট সিকিউরিটির বিপণকারী প্রতিষ্ঠান কম্পিউটার সোর্স।

সোর্সের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ভাইরাসকে লাল কার্ড’ দেখিয়ে প্রতিমুহূর্তে স্বয়ংক্রিয়ভাবে আপডেট হচ্ছে অনলাইনের নিরাপত্তা সুরক্ষা পণ্য নরটন ইন্টারনেট সিকিউরিটি। সফটওয়্যারটি সহজলভ্য করতে বিশ্বকাপ ফুটবল উপলক্ষে রেডকার্ড অফারে খুচরা মূল্য ২৮ শতাংশ কমছে।  বিশ্বকাপ ফুটবল চলাকালে এক হাজার ১০০ টাকা দামের এই সফটওয়্যারটি ৭৯০ টাকায় কেনা যাবে।

কম্পিউটার সোর্স কর্তৃপক্ষ জানিয়েছে, পিসিতে ইনস্টল করার পর থেকে এক বছর পর্যন্ত অনলাইন ব্যাংকিং, শপিং, সোশ্যাল মিডিয়ার স্ক্যাম এবং ভাইরাসের আক্রমণ থেকে নিরাপত্তা দেবে নরটনের এই সফটওয়্যারটি।