ব্যাটারি

আলেসান্দ্রো ভোল্টা (১৮ ফেব্রুয়ারি ১৭৪৫-৫ মার্চ ১৮২৭)। ছবি: উইকিপিডিয়া
আলেসান্দ্রো ভোল্টা (১৮ ফেব্রুয়ারি ১৭৪৫-৫ মার্চ ১৮২৭)। ছবি: উইকিপিডিয়া

১৭৯৮ সালে ইতালীয় পদার্থবিদ আলেসান্দ্রো ভোল্টা যখন ব্যাটারি উদ্ভাবন করেছিলেন, তখন বোধ হয় তিনি ভাবতেও পারেননি যে ২০১৩ সালে এসে প্রতিবছর ব্যাটারি বিক্রির পরিমাণ দাঁড়াবে বছরে চার হাজার ৮০০ কোটি ডলার। ল্যাপটপ কম্পিউটার, গাড়ি, ক্যামেরা, মোবাইল ফোন—কিসে নেই ব্যাটারির ব্যবহার!
ব্যাটারির ভেতরে রাসায়নিক বিক্রিয়ার ফলে ইলেকট্রন ঋণাত্মক (নেগেটিভ) থেকে ধনাত্মক (পজিটিভ) দিকে যায়। পুরো রাসায়নিক পদার্থটুকু খরচ হয়ে গেলে ব্যাটারি ফুরিয়ে যায়।
ব্যাটারি উদ্ভাবনের ফলেই প্রযুক্তিতে এসেছে বড় ধরনের পরিবর্তন। বড় বড় মোবাইল ফোন এখন আর ব্যবহার করতে হচ্ছে না আমাদের। এমনকি একবার চার্জ দিয়েই ১২-১৪ ঘণ্টা ফোন ব্যবহার করা যাচ্ছে।

noname
noname


রুহিনা তাসকিন
সূত্র; ডিজিট