নারীরাই বেশি ব্যবহার করেন ট্যাবলেট কম্পিউটার

ট্যাব নারীদের কাছে তুমুল জনপ্রিয়
ট্যাব নারীদের কাছে তুমুল জনপ্রিয়

পুরুষদের চেয়ে নারীরা ট্যাবলেট কম্পিউটার ব্যবহারের দিক দিয়ে এগিয়ে আছেন। সম্প্রতি যুক্তরাজ্যের এক গবেষণায় এ তথ্য পাওয়া গেছে। দ্রুত কাজ করার জন্য বহনযোগ্য ট্যাবলেট সারা বিশ্বেই বর্তমানে বেশ জনপ্রিয়তা পাচ্ছে। যুক্তরাজ্যে প্রায় তিন হাজার ৮২৪ জন নারীর ওপর চালিত এক গবেষণায় দেখা গেছে, প্রায় ৫২ শতাংশ নারী ট্যাবলেট ব্যবহার করেন। এর মধ্যে জনপ্রিয়তার তালিকায় এগিয়ে আছেঅ্যাপলের আইপ্যাড। গবেষণায় দেখা যায়, ৬০ শতাংশ নারীর পছন্দের তালিকায় রয়েছে আইপ্যাড।এর মধ্যে আবার ৫৮ শতাংশ নারী আইপ্যাড মিনি ব্যবহার করতে পছন্দ করেন। গবেষণা পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউগভ টেকনোলজি অ্যান্ড টেলিকমসের প্রধান পরিচালক জন গিলবার্ট জানান, ‘বর্তমানে পুরুষেরা নতুন নতুন প্রযুক্তিপণ্য কেনার পর পুরোনোটা বাজারে বিক্রি করে দেন অথবা বাড়ির অন্য সদস্যদের দিয়ে দেন। যার ফলে নারী সদস্যদের হাতে এসব যন্ত্রাংশ বেশি থাকে।’ এ ছাড়া বর্তমানে ৩৫ বছর বয়সের মধ্যে থাকা নারীদের বেশির ভাগই আইপ্যাড ব্যবহার করেন। ১৮-৩৪ বছর বয়সী নারীরাই বেশি ট্যাবলেট ব্যবহারকারী। গবেষণায় জানানো হয়, সর্বশেষ ভাগে ১৮ শতাংশ নারীর নিজের ট্যাবলেট ছিল, যা এখন বেড়ে দাঁড়িয়েছে ২২ শতাংশ। নারীদের ট্যাবলেট ব্যবহারের এমন হার বেশ সন্তোষজনক বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। এর ফলে নারীদের তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্টতা বাড়বে বলে ধারণা তাঁদের।

দ্য টেলিগ্রাফ অবলম্বনে কাজী আলম