আদি যুগের অভিন্ন ভাষা

ইউরোপ ও এশিয়ার বাসিন্দাদের পূর্বপুরুষ প্রায় ১৫ হাজার বছর আগে সম্ভবত অভিন্ন ভাষায় কথা বলত। প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস সাময়িকীতে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বলা হয়, ‘মা’, ‘টান’ ও ‘মানুষ’ প্রভৃতি অর্থ প্রকাশে ককেশাস (বর্তমান জর্জিয়া) অঞ্চলে আদিম যুগের শিকারি মানুষ অভিন্ন অর্থে একই রকম ধ্বনি ব্যবহার করত। এই তথ্য প্রাচীন যুগের অভিবাসন ও প্রাগৈতিহাসিক সংস্কৃতি গবেষণায় নতুন মাত্রা দেবে বলে ধারণা করা হচ্ছে। সংশ্লিষ্ট গবেষক ও যুক্তরাজ্যের রিডিং বিশ্ববিদ্যালয়ের বিবর্তনমূলক জীববিজ্ঞানী মার্ক প্যাগেল বলেন, বরফ যুগের শেষ পর্যায়ে মানুষের ব্যবহূত ধ্বনির কিছু নমুনা শনাক্ত করা সম্ভব হয়েছে। ভাষার এক ও অভিন্ন উৎস রয়েছে বলে অনেকে ধারণা করলেও ভাষাতত্ত্ববিদদের মধ্যে এ ব্যাপারে মতভেদ রয়েছে। লাইভসায়েন্স।