গুগল অথেনটিকেটর

গুগল অথেনটিকেটর
গুগল অথেনটিকেটর

বিনা মূল্যে ই-মেইল সেবা জিমেইলের নিরাপত্তা বাড়াতে গুগল চালু করে ‘টু-স্টেপ’ ভেরিফিকেশন সুবিধা। শুরুতে ব্যক্তিগত ইউজার নেম, পাসওয়ার্ড দেওয়ার পর ব্যবহারকারীর মোবাইল ফোনে একটি বিশেষ সংকেত আসত, যা দিলেই শুধু জিমেইলে প্রবেশ করা যেত। এবার এ কাজটি করা যাবে অ্যাপের মাধ্যমে।
 গুগল অথেনটিকেটর অ্যােপ একবার জিমেইলের ইউজার নেম এবং কম্পিউটার ছাড়া অন্য যন্ত্র কিংবা অ্যাপসের জন্য যেভাবে ‘টু-স্টেপ’ চালু করতে হয়, সে পদ্ধতিতে অ্যাপটি চালু করে নিতে হবে। পরবর্তীতে এটিতে স্বয়ংক্রিয়ভাবে একটি করে সংকেত (কোড) আসতে থাকবে। এসএমএসের জন্য অপেক্ষা করতে হবে না।
 নিজের কম্পিউটারে একবার কোড দিয়ে ৩০ দিন সংরক্ষণ করে রাখা যায় এবং ওই কম্পিউটার, ল্যাপটপ কিংবা মোবাইলে ‘টু-স্টেপ’ ভেরিফিকেশন দেওয়া লাগে না। এটি বিনা মূল্যে ব্যবহার করা যায়।
নামানোর ঠিকানা: অ্যান্ড্রয়েড: http://goo.gl/sFC8Zc আইওএস: http://goo.gl/40WYiR