লোকজন থাকলেই বাতি জ্বলবে

জনশূন্য রাস্তায়ও রাতের বেলা বাতি জ্বালিয়ে রাখতে হয়। এতে বিদ্যুতের বিপুল অপচয় হয়। এই সমস্যা সমাধানের লক্ষ্যে তৈরি করা হয়েছে ‘স্মার্ট’ স্ট্রিট লাইট। নেদারল্যান্ডসের ডেল্ফট ইউনিভার্সিটি অব টেকনোলজির গবেষক চিন্তন শাহ এটি তৈরি করেছেন। তাঁর দাবি, মধ্যরাতে রাস্তাঘাট জনশূন্য হয়ে পড়লে স্বয়ংক্রিয়ভাবে নিভে যাবে এই বিশেষ বাতি। এই প্রযুক্তি মানুষ এবং অন্যান্য ছোট প্রাণীর (ইঁদুর, বিড়াল প্রভৃতি) প্রভেদ ধরতে পারে। ফলে অকারণে বাতি জ্বলতে থাকার সম্ভাবনা নেই। এটি ব্যবহারে বিদ্যুতের খরচ ৮০ শতাংশ কমবে। ইউরোপে রাস্তার বাতি জ্বালিয়ে রাখার জন্য কর্তৃপক্ষকে প্রতিবছর এক হাজার ৩০০ কোটি মার্কিন ডলার গুনতে হয়; যার পরিমাণ সরকারি জ্বালানি বাজেটের ৪০ শতাংশেরও বেশি। পিটিআই।