লন্ডনে উইকিম্যানিয়া শুরু

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে গতকাল শুক্রবার শুরু হয়েছে তিন দিনের ‘উইকিম্যানিয়া ২০১৪’ সম্মেলন। মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়া পরিচালনাকারী সংস্থা উইকিমিডিয়া ফাউন্ডেশনের বার্ষিক এ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন হয় গত বৃহস্পতিবার রাতে লন্ডনের দ্য বারবিকান সেন্টারে। অনুষ্ঠানে উইকিপিডিয়ার প্রতিষ্ঠাতা জিমি ওয়েলস বলেন, ‘সারা বিশ্বে ছড়িয়ে থাকা উইকিপিডিয়ার স্বেচ্ছাসেবকদের (উইকিপিডিয়ান) এ মিলনমেলায় আশা করছি দারুণ কিছু হবে।’ উইকিপিডিয়ার নির্বাহী পরিচালক হিসেবে এবারই প্রথম উইকিম্যানিয়ায় যোগ দেওয়া লিলি ত্রিতিকোভ জানান, ‘উইকিপিডিয়ার সঙ্গে যুক্ত হয়ে কাজ করা দারুণ এক অভিজ্ঞতা। আশা করছি, সামনের দিনগুলোতে সারা বিশ্বের উইকিপিডিয়ানদের সঙ্গে মিলে কাজ করা হবে।’
অনুষ্ঠানে বক্তৃতা করেন উইকিম্যানিয়া সম্মেলন পরিচালক এডওয়ার্ড সেপিরিয়া ও উইকিমিডিয়া যুক্তরাজ্যের প্রধান নির্বাহী জন ডেভিস। সম্মেলনের প্রথম দিনে মুক্ত বৃত্তি, শিক্ষা, ম্যাট্রিকস, ভাষা, জিএলএম, মাল্টিমিডিয়া, ডেটা, প্রোগ্রাম ডিজাইন, কৌশল, প্রবৃদ্ধি, ইনপুট ও আউটপুট নিয়ে একাধিক সেমিনার, কর্মশালা ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। মূল বিষয়গুলো নিয়ে আলোচনা করেন ওপেন ডেটা ইনস্টিটিউটের চেয়ারম্যান নিগেল স্যাডবল্ট, উইকিডেটা প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক লিডিয়া পিন্টস্কার, ওপেন নলেজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রুফস পোলক ও দ্য পাবলিক লাইব্রেরি অব সায়েন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা এলিজাবেথ ম্যারিনকোলা।
এর আগে গত বুধ ও বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় প্রাক্-সম্মেলন এবং হ্যাকাথন। —নুরুন্নবী চৌধুরী, লন্ডন (যুক্তরাজ্য) থেকে