২৩ বছর পেরিয়ে লিনাক্স

.
.

মুক্ত অপারেটিং সিস্টেম লিনাক্স ২৩ বছর পূর্ণ করেছে গতকাল ২৫ আগস্ট। ১৯৯১ সালের ২৫ আগস্ট ফিনল্যান্ডের ইউনিভার্সিটি অব হেলসিংকির শিক্ষার্থী লিনাস টরভ্যাল্ডস উন্মুক্ত প্রোগ্রামিং সংকেতভিত্তিক (ওপেন সোর্স) লিনাক্স প্রকাশ করেন। পরে সে লিনাক্সই মুক্ত অপারেটিং সিস্টেম (ওএস) হিসেবে সারা বিশ্বে ব্যবহৃত হচ্ছে। শুরুর দিকে শুধু সার্ভারে লিনাক্স ব্যবহৃত হলেও বর্তমানে লিনাক্স ওএস ডেস্কটপ, ল্যাপটপ এমনকি স্মার্টফোনেও রয়েছে। সাধারণত মুক্ত সফটওয়্যারের ক্ষেত্রে প্রোগ্রামিং সংকেত থাকে উন্মুক্ত। যার ফলে যে কেউ এতে যুক্ত হতে পারেন। এ ছাড়া লিনাক্স মুক্ত সফটওয়্যার হওয়ায় এতে কোনো ভাইরাস সমস্যাও হয় না।
১৯৯১ সালে লিনাস যখন লিনাক্স প্রকাশ করেন, তখন তিনি একটি খোলা চিঠি লিখেছিলেন সবার উদ্দেশে। সে চিঠিতে তিনি উল্লেখ করেছেন, ‘অনেকটা শখের বশেই আমি একটি মুক্ত অপারেটিং সিস্টেম চালু করলাম। এটি নিয়ে যে কারও ভালো বা খারাপ মন্তব্য আশা করছি। সবার কাছেই চাইছি ভালো পরামর্শ। সে সময়ে তাঁর এ খোলা চিঠিতে দারুণ সাড়াও পেয়েছিলেন লিনাস। বিশ্বের বিভিন্ন দেশের মতো গতকাল বাংলাদেশেও লিনাক্সের ২৩ বছরপূর্তি পালিত হয়েছে। ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশন (এফওএসএস) ঢাকায় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসে দিনব্যাপী লিনাক্সের বিভিন্ন ডিস্ট্রোর ইতিহাস, উন্মুক্ত প্রযুক্তি ইত্যাদি নিয়ে আলোচনা সভার আয়োজন করে। এ সভায় বক্তৃতা করেন উপাচার্য মুহাম্মদ সামাদ, তথ্যপ্রযুক্তি এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রধান সুপ্রতীপ ঘোষ, শিক্ষক আল ইমতিয়াজ, এফওএসএস বাংলাদেশের মহাসচিব সাজেদুর রহিমসহ অনেকে।