হ্যাংআউটস অ্যাপে বিনামূল্যে ভয়েস কল

.
.

হ্যাংআউটস অ্যাপে বিনামূল্যে ভয়েস কল করার সুবিধা যুক্ত করেছে গুগল। ১০ সেপ্টেম্বর থেকে গুগল হ্যাংআউটস নামের মোবাইলের মেসেজ অ্যাপ্লিকেশন থেকে ইন্টারনেটের সাহায্যে বিনামূল্যে বা সাশ্রয়ী খরচে ভয়েস কলের সুবিধা যুক্ত করেছে গুগল কর্তৃপক্ষ। এএফপির এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
গুগলের প্রোডাক্ট ম্যানেজার অমিত ফুলেই এক ব্লগ পোস্টে জানিয়েছেন, ‘‘হ্যাংআউটস ব্যবহার করে খুব দ্রুত বার্তা পাঠানো বা গ্রুপ ভিডিও চ্যাট করা যায়। কিন্তু অনেক সময় এমন প্রয়োজন হয় যে, শুধু একটা ফোন করে ‘আমি তোমাকে ভালোবাসি’ একথাটুকু বলার প্রয়োজন পড়ে। হ্যাংআউটসের নতুন সংস্করণে ভয়েস কলের এই সুবিধা যুক্ত হচ্ছে।’’
গুগল প্লাস নেটওয়ার্কে ইতিমধ্যে বিনামূল্যে গ্রুপ ভিডিও চ্যাটের সুবিধার কারণে হ্যাংআউটস ফিচারটি জনপ্রিয় হয়েছে।
যুক্তরাষ্ট্র ও কানাডার হ্যাংআউটস ব্যবহারকারীদের ক্ষেত্রে বিনামূল্যে ভয়েস কল করার সুবিধা থাকছে। হ্যাংআউটসের সাহায্যে কম খরচে আন্তর্জাতিক কলও করা যাবে। গুগলের অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোনে এই সুবিধা পাওয়া যাবে। অবশ্য অ্যাপল পণ্য বা ডেস্কটপ কম্পিউটারে আপডেট অ্যাপ্লিকেশন ব্যবহার করে হ্যাংআউটের সাহায্যে ভয়েস কল করার সুবিধা পাওয়া যাবে।