আসছে ফেসবুক স্ট্যাটাসের নতুন পদ্ধতি!

ফেসবুক
ফেসবুক

স্ট্যাটাস দেওয়া বা পোস্ট লেখার নতুন একটি পদ্ধতি নিয়ে পরীক্ষা চালাচ্ছে ফেসবুক। ফেসবুকে পোস্ট দেওয়ার পর সেই পোস্টটি যাতে স্বয়ংক্রিয়ভাবে মুছে যায় তার জন্য সময় নির্ধারণ করে দেওয়া যাবে। সম্প্রতি স্বয়ংক্রিয় পোস্ট মুছে যাওয়ার এই ফিচারটি নিয়েই পরীক্ষা চালাচ্ছে ফেসবুক।

ফেসবুকে এই সুবিধা এলে কোন পোস্ট কতক্ষণ ফেসবুকে রাখতে চান, তা নির্ধারণ করে দিতে পারবেন ব্যবহারকারী। এক ঘণ্টা থেকে সাতদিন পর্যন্ত সময় নির্ধারণ করে দেওয়ার সুযোগ থাকবে। এরপর স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে ওই পোস্টটি।

বর্তমানে ফেসবুক আইওএস অ্যাপের নির্দিষ্ট কিছু ব্যবহারকারীকে নিয়ে এই পরীক্ষা চলছে। পরীক্ষার বিষয়টি নিশ্চিত করেছে ফেসবুক কর্তৃপক্ষ। ফেসবুকের এক মুখপাত্র জানিয়েছেন, ‘ফেসবুকে নতুন একটি ফিচার নিয়ে ছোট আকারে পরীক্ষা চালানো হচ্ছে। নির্দিষ্ট সময়ে পোস্ট মুছে ফেলার বিষয়টি যাতে ব্যবহারকারী আগেভাগেই নির্ধারণ করে দিতে পারেন, সেই সুবিধা আনতে কাজ চলছে।’