বাজারে স্যামসাংয়ের ওয়াইফাই প্রিন্টার

স্যামসাং সিএলপি-৩৬৫ মডেলের ওয়াইফাই কালার লেজার প্রিন্টার
স্যামসাং সিএলপি-৩৬৫ মডেলের ওয়াইফাই কালার লেজার প্রিন্টার

সম্প্রতি বাজারে এসেছে স্যামসাং ব্র্যান্ডের সিএলপি-৩৬৫ মডেলের ওয়াইফাই কালার লেজার প্রিন্টার। এর বিশেষ সুবিধা হচ্ছে, প্রিন্টারটিতে ওয়াইফাই ব্যবহার করে প্রিন্ট দেয়া যাবে। প্রিন্টারটি বাজারে এনেছে স্মার্ট টেকনোলজিস।

প্রিন্টারটির সাদা-কালো প্রিন্টিং গতি ১৮ পিপিএম ও রঙিন প্রিন্টিং গতি ৪ পিপিএম। প্রিন্টারের মেমোরি ৩২ মেগাবাইট এবং এতে রেজুলেশন ২৪০০ বাই ৬০০ ডিপিআই। প্রিন্টারে রয়েছে ৩০০ মেগাহার্টজের প্রসেসর। সিএলপি-৩৬৫ মডেলের ওয়াইফাই সুবিধার প্রিন্টারটির ডিউটি সাইকেল প্রতি মাসে ২০ হাজার পেজ।

বিপণনকারী প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রিন্টার কিনলে এক বছরের বিক্রয়োত্তর সেবা পাওয়া যাবে। এর দাম ২১ হাজার টাকা।