এল মাইক্রোসফট ব্যান্ড

মাইক্রোসফট ব্যান্ড
মাইক্রোসফট ব্যান্ড

ব্যান্ডের মাধ্যমে পরিধেয় প্রযুক্তিপণ্যের জগতে পা রাখল বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা হিসেবে পরিচিত মাইক্রোসফট। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি।
গত বুধবার মাইক্রোসফট ব্যান্ড নামে এই ফিটনেস ট্র্যাকার বাজারে আনার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। হাতে ঘড়ির মতো করে পরার উপযোগী এই ব্যান্ডটি অ্যান্ড্রয়েড, আইওএস, উইন্ডোজ ফোন ডিভাইস সমর্থন করবে। এই ব্যান্ডটির পাতলা টাচ স্ক্রিনে বার্তা, মেইল ও টুইট পড়ার সুযোগ থাকছে। এ ছাড়াও হূত্স্পন্দন পরিমাপ, স্বাস্থ্য সংক্রান্ত অন্য বিষয়গুলোর তথ্য জানাতে পারবে এই ব্যান্ড। এতে রয়েছে ১০ টি আলাদা আলাদা সেন্সর যা স্বাস্থ্য সংক্রান্ত তথ্য সংগ্রহে কাজে লাগবে।
মাইক্রোসফটের দাবি, বাজারের সবচেয়ে আধুনিক প্রযুক্তিসম্পন্ন ব্যান্ড হচ্ছে মাইক্রোসফট ব্যান্ড। একবার চার্জ দিলে এই ব্যান্ড দুই দিন পর্যন্ত চলবে।
এদিকে ব্যান্ডের পাশাপাশি ‘মাইক্রোসফট হেলথ’ নামে একটি অ্যাপ্লিকেশন উন্মুক্ত করেছে মাইক্রোসফট। এতে যুক্ত হয়েছে মাইক্রোসফটের ক্লাউড সেবা যেখানে অনলাইনে স্বাস্থ্য সংক্রান্ত তথ্য সংরক্ষণ করার সুবিধা থাকবে।

মাইক্রোসফট ব্যান্ডের দাম ১৯৯ মার্কিন ডলার।