ড্যাফোডিল স্কুলে এনসিসির ডিজি কম্পিউটার পাঠক্রম

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের বিভিন্ন শাখায় যুক্তরাজ্যভিত্তিক এনসিসি এডুকেশনের ডিজি কম্পিউটার পাঠক্রম চালু করা হবে। গত ৩০ অক্টোবর ড্যাফোডিল গ্রুপের প্রধান কার্যালয়ে মাই-ই-কিডস ও এনসিসি এডুকেশনের এ ব্যাপারে একটি সমঝোতা চুক্তি হয়েছে। এ সময় ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান মো. সবুর খান, এনসিসি এডুকেশনের ব্যবসা উন্নয়ন ব্যবস্থাপক (দক্ষিণ এশিয়া) সঞ্জীব গনেশান, ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটির নির্বাহী পরিচালক মোহাম্মদ নূরুজ্জামান, পরিচালক রথীন্দ্রনাথ দাস ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের উপাধ্যক্ষ রাহীমা কে মির্জা উপস্থিত ছিলেন।
ডিজি কম্পিউটার পাঠক্রম মূলত আনন্দের সঙ্গে শিক্ষার্থীদের পাঠদানে সহায়ক ভূমিকা রাখে। —বিজ্ঞপ্তি