উইন্ডোজে ১৯ বছরের পুরোনো বাগ!

উইন্ডোজে পুরোনো একটি বাগ ঠিক করেছে মাইক্রোসফট
উইন্ডোজে পুরোনো একটি বাগ ঠিক করেছে মাইক্রোসফট

মাইক্রোসফটের উইন্ডোজ অপারেটিং সিস্টেমে গত ১৯ বছর ধরে একটি বাগ বা সফটওয়্যার ত্রুটি অনাবিষ্কৃত অবস্থায় ছিল। সম্প্রতি সেই বাগের সন্ধান পাওয়ার পর জরুরি প্যাচ এনে তা ঠিক করেছে প্রতিষ্ঠানটি। বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে এ তথ্য জানানো হয়েছে। 
উইন্ডোজ ৯৫ থেকে শুরু করে উইন্ডোজের প্রায় সব সংস্করণেই এই বাগটি ছিল যা সাইবার দুর্বৃত্তদের দূর থেকে কম্পিউটার নিয়ন্ত্রণে নেওয়ার সুযোগ করে দিত। কম্পিউটারে আক্রমণের জন্য দায়ী ছিল এই বাগটি। 
আইবিএম কর্পোরেশনের সাইবার নিরাপত্তা গবেষকেদের একটি দল এ বছরের মে মাসে ওই বাগটির সন্ধান পান। তাঁরা এই বাগটিকে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ‘গুরুত্বপূর্ণ দুর্বলতা’ হিসেবে বর্ণনা করেন। 
আইবিএমের এক্স-ফোর্স গবেষণা দলটির বরাতে এক ব্লগ পোস্টে দাবি করা হয়েছে, সফটওয়্যারের বাগ কোডটি ১৯ বছরের পুরোনো এবং উইন্ডোজের সব সংস্করণেই এতদিন ধরে তা ঝঁুকির কারণ হয়ে ছিল।