লুমিয়া ফোনে ঢাকায় বড় আকারের সেলফি

ঢাকায় নকিয়া লুমিয়া দিয়ে তোলা হলো বড় সমাবেশের এই সেলফি
ঢাকায় নকিয়া লুমিয়া দিয়ে তোলা হলো বড় সমাবেশের এই সেলফি

মাইক্রোসফট মোবাইল ডিভাইস অ্যান্ড সার্ভিসেস (এমএমডিএস) বাংলাদেশ বড় আকারের সেলফি তুলেছে। গতকাল রোববার বেলা তিনটায় রাজধানীর পান্থপথে অন্তত এক হাজার ১৫১ জন সেলফিপ্রেমীর এই সেলফি তোলা হয়। এক সেলফিতে সর্বোচ্চ সংখ্যক মানুষের মুখ চেনা ও বোঝা যায় এমন লক্ষ্য সামনে রেখেই রেকর্ড গড়ার এই উদ্যোগ নেওয়া হয়।
এমএমডিএসের বাজারজাত করা সেলফি ফোন লুমিয়া ৭৩০-এর সাহায্যে এই সেলফি তোলা হয়। অনুষ্ঠানে মাইক্রোসফটের এমার্জিং এশিয়া বাজারের মহাব্যবস্থাপক সন্দ্বীপ গুপ্ত বলেন, ‘আজকাল সর্বত্র সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক হারে সেলফি তোলার প্রবণতা চলছে। লুমিয়ার সঙ্গে আমাদের যাত্রার মাইলফলক তৈরিতে আমরা লুমিয়া ৭৩০ দিয়ে বাংলাদেশে বৃহত্তম সেলফি তোলার রেকর্ড তৈরির উদ্যোগ নিয়েছি।’ এই সেটের দাম সাড়ে ২৩ হাজার টাকা।
মডেল সাফা কবীর এবং শবনম ফারিয়া সেলিব্রিটি অতিথি হিসেবে এ আয়োজনে অংশ নেন। বিজ্ঞপ্তি।