সাদামাটায় আস্থা

নজরকাড়া চেহারার চেয়ে সাদামাটা বা গড়পড়তা চেহারার মানুষকেই সবচেয়ে বেশি নির্ভরযোগ্য মনে করার প্রবণতা আমাদের মধ্যে বেশি। যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয় এবং নেদারল্যান্ডসের রটবাউট নাইমেজান বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এ কথা জানিয়েছেন। এ ব্যাপারে সাইকোলজিক্যাল সায়েন্স সাময়িকীতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। গবেষক কারমাল সোফার বলেন, সাংস্কৃতিক কারণে গড়পড়তা চেহারাগুলোকে পরিচিত ও আপন মনে হতে পারে। ভিন্ন ভিন্ন সংস্কৃতির মানুষের সহাবস্থানের কারণে এ ধরনের প্রবণতা তৈরির সম্ভাবনা রয়েছে। তবে মানুষের আস্থা অর্জনবিষয়ক সামাজিক আচরণে চেহারা অবশ্যই প্রভাবশালী ভূমিকা রাখে। আকর্ষণীয় চেহারা পছন্দ করলেও বিশ্বস্ততার জন্য সাদামাটা চেহারার কাউকে সাধারণত বেছে নেয় মানুষ। আইএএনএস।