এক্সপ্লোরারের বদলে স্পার্টান?

ওয়েবসাইট দেখার নতুন সফটওয়্যার (ব্রাউজার) নিয়ে আসছে মাইক্রোসফট। এখনকার ‘ইন্টারনেট এক্সপ্লোরার’ (আইই) ব্রাউজারকে আরও উন্নত না করে নতুন ব্রাউজার তৈরির কাজ করছে প্রতিষ্ঠানটি। নতুন ব্রাউজারের কোডনেম ‘স্পার্টান’। প্রকাশিত খবর অনুযায়ী সম্পূর্ণ নতুন আঙ্গিকেই আসতে পারে নতুন ব্রাউজারটি। এটি উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের সঙ্গে চালু হবে

.
.

বলেও জানা গেছে। আইইর সব সুবিধা রাখার পাশাপাশি যাতে করে আরও দ্রুত এবং সহজ ব্রাউজ সেবা পাওয়া যায় সে বিষয়টি মাথায় রেখেই তৈরি হচ্ছে নতুন ব্রাউজারটি।
১৯৯৫ সালে চালু হওয়া আইই ব্রাউজারটি দীর্ঘ সময় ধরেই শীর্ষে ছিল। ২০০৪ সালে ফায়ারফক্স এবং ২০০৮ সালে গুগলের ক্রোম ব্রাউজার বাজারে আসার আগ পর্যন্ত মোট প্রায় ৯৭ শতাংশ ব্যবহারকারীই আইই ব্যবহার করত। সর্বশেষ তথ্য অনুযায়ী, ব্রাউজার ব্যবহারের তালিকায় আইইকে পেছনে ফেলে এগিয়ে আছে ফায়ারফক্স ও ক্রোম। আর তাই আগের অবস্থান ফিরে পেতে মাইক্রোসফট নতুন ব্রাউজার তৈরির কাজ শুরু করে।
আগামী মাসের শেষের দিকে প্রতিষ্ঠানটি উইন্ডোজ ১০ উন্মুক্ত করতে পারে। আর সেটি হলে এ অপারেটিং সিস্টেমের সঙ্গেই চালু হবে নতুন ব্রাউজার। ব্রাউজারটি হবে ফায়ারফক্স কিংবা ক্রোমের মতোই, যাতে থাকবে উন্নত সব নতুন সুবিধা। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি মাইক্রোসফট। —টেকক্রাঞ্চ, দ্য ভার্জ ও জেডডিনেট অবলম্বনে কাজী আলম