ফেসবুকে বিজ্ঞাপনদাতা ২০ লাখ!

ফেসবুকে বিজ্ঞাপনদাতা বাড়ছে
ফেসবুকে বিজ্ঞাপনদাতা বাড়ছে

১৩০ কোটিরও বেশি ব্যবহারকারীর সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে বিজ্ঞাপনদাতার সংখ্যা ২০ লাখ ছাড়িয়ে গেছে বলে দাবি করেছে ফেসবুক কর্তৃপক্ষ। ফেসবুকে যাঁরা বিজ্ঞাপন দেন, তাঁদের সুবিধার জন্য একটি ফেসবুক অ্যাপ আনার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি। 

ফেসবুকের ক্ষুদ্র ব্যবসা ও গ্লোবাল মার্কেটিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট ড্যান লেভি জানিয়েছেন, গত দেড় বছরে ফেসবুকে বিজ্ঞাপনদাতা বেড়ে দ্বিগুণের বেশি হয়েছে। বার্তা সংস্থা এএফপিকে লেভি বলেন, ‘আমরা ক্ষুদ্র ব্যবসায়ীদের যে প্রতিশ্রুতি দিয়েছি তারই প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। তাঁরা নিজেদের অঞ্চল ও বিশ্ব অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।’

লেভি জানিয়েছেন, ফেসবুকের নতুন অ্যাডস ম্যানেজার অ্যাপটি বিজ্ঞাপনদাতাদের মোবাইল থেকে তাঁদের বিজ্ঞাপন নিয়ন্ত্রণে সুবিধা দেবে। বর্তমানে স্মার্টফোন ও ট্যাবলেট থেকে ফেসবুক ব্যবহারের হার বাড়ছে।
ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ ও প্রধান পরিচালন কর্মকর্তা শেরিল স্যান্ডবার্গ ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে ক্ষুদ্র ব্যবসায়ীদের সম্মান জানিয়েছেন।