কলকাতায় বিনা মূল্যে ওয়াই-ফাই কার্যক্রমের শুরু

ভারতের কলকাতা শহরকে বিনা মূল্যে তারহীন ওয়াই-ফাই নেটওয়ার্ক ব্যবহারের শহর হিসেবে গড়ে তোলার কাজ শুরু হয়েছে। ১২ ফেব্রুয়ারি সন্ধ্যায় কলকাতা শহরের পার্কস্ট্রিট এলাকায় বিনা মূল্যে ওয়াই-ফাই সংযোগের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘোষণা অনুযায়ী কলকাতার বাকি জায়গাগুলোতেও দুই মাসের মধ্যেই ‘ওয়াই-ফাই জোন’ গড়ে তোলা হবে।
প্রসঙ্গত, ভারতে বেশ কিছু সরকারি ও বেসরকারি অফিস, হোটেল, রেস্তোরাঁ, বিমানবন্দর, রেলস্টেশনে বিনা মূল্যে ওয়াই-ফাই ব্যবহারের সুবিধা থাকলেও খোলা জায়গায় এই সুবিধা নেই। রাজধানী দিল্লির কনট প্লেসে পরীক্ষামূলকভাবে এই পরিষেবা চালু করা হয়েছে। বেঙ্গালুরুতে কয়েক জায়গায় এই পরিষেবা রয়েছে। কিন্তু পুরো একটা শহরে এই প্রথম বিনা মূল্যে ওয়াই-ফাই নেটওয়ার্ক ব্যবহারের উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ সরকার। কলকাতায় এই সেবা দিচ্ছে রিলায়েন্স শিল্প গোষ্ঠী। —অমর সাহা, কলকাতা থেকে