একটি নয় দুটি নতুন আইফোন

চীনের বেইজিংয়ে গতকাল বুধবার সাংবাদিকদের দেখানো হয় নতুন আইফোন। এএফপি
চীনের বেইজিংয়ে গতকাল বুধবার সাংবাদিকদের দেখানো হয় নতুন আইফোন। এএফপি

অ্যাপল কম্পিউটার এবার একসঙ্গে দুটি নতুন আইফোন বাজারে ছাড়ল। আইফোন ৫সি এবং আইফোন ৫এস নামের এ দুটি আইফোনে যুক্ত হয়েছে নতুন সব সুবিধা। এবারই প্রথম আগের সব রীতি ভেঙে দুটি আইফোন বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে অ্যাপল। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অ্যাপলের প্রধান কার্যালয়ে এ ঘোষণা দেওয়া হয়। তুলনামূলক কম দামি আইফোন ৫সি পাঁচটি রঙে এবং আইফোন ৫ এস তিনটি রঙে পাওয়া যাবে। অ্যালুমিনিয়াম ধাতুর সংমিশ্রণে তৈরি ৫এসে রয়েছে বিশ্বের প্রথম কম্পিউটার গতির এ৭ প্রসেসর, ৮ মেগাপিক্সেল ক্যামেরা, ৭২০ পিক্সেলে ভিডিওচিত্র ধারণ করার সুবিধা, এম৭ চিপ, আর টানা ১০ ঘণ্টা কথা বলার সুবিধা।
প্লাস্টিক এবং একধরনের ধাতুর সংমিশ্রণে তৈরি আইফোন ৫সির দাম একটু কম। এতে যুক্ত হয়েছে এ৬ চিপ, ৮ মেগাপিক্সেল ক্যামেরা, এইচডি ভিডিও ইত্যাদি। পেছনের খাপ প্লাস্টিকের হওয়ায় এটি পছন্দমতো পরিবর্তন করা যাবে। ২০ সেপ্টেম্বর থেকে নতুন এ আইফোন দুটি কেনা যাবে। এর মধ্যে ৫এস ১৬গিগাবাইট পাওয়া যাবে ৬৪৯ ডলার এবং ৩২গিগাবাইট পাওয়া যাবে ৭৪৯ ডলারে। এ ছাড়া ৬৪ গিগাবাইট পাওয়া যাবে ৮৪৯ ডলারে। আইফোন ৫সি ১৬ গিগাবাইট পাওয়া যাবে ৫৪৯ ডলারে এবং ৩২ গিগাবাইট পাওয়া যাবে ৬৪৯ ডলারে।
এদিকে ১৮ সেপ্টেম্বর থেকেই অ্যাপলের অপারেটিং সিস্টেম আইওএস ৭ চালু হতে যাচ্ছে। —বিবিসি ও সিনেট অবলম্বনে নুরুন্নবী চৌধুরী