খাওয়া-দাওয়ার খোঁজ

.
.

ছুটির দিনে অনেকেই বেরিয়ে পড়েন পাশের কোনো রেস্তোরাঁয়। খাবারের স্বাদে বৈচিত্র্য পেতে রেস্তোরাঁয় খেতে যান। তবে রেস্তোরাঁর তথ্য, দামদর সম্পর্কে আগে থেকে ধারণা না থাকায় সঠিক জায়গা বেছে নেওয়া কঠিনই। কোথায় কী খাবার পাওয়া যাবে তা নিয়ে ‘লেটস ইট’ অ্যাপে। তৈরি করেছে এমসিসি লিমিটেড।
এ অ্যাপ আপনার মুঠোফোনে রেস্তোরাঁ গাইড হিসেবে কাজ করবে। এখন এতে ঢাকা ও কক্সবাজারের রেস্তোরাঁগুলোর খবর রয়েছে। পরে দেশের বিভাগীয় ও জেলা শহরের রেস্তোরাঁর তথ্য যোগ হবে এতে।
‘লেটস ইট’-এ পাওয়া যাবে বিস্তারিত মেন্যু। থাকবে রেস্তোরাঁর ফোন নম্বরও। রেস্তোরাঁর ঠিকানা, খোলার সময়, খাবারের দাম এবং মান সম্পর্কে ক্রেতাদের পর্যালোচনাও আছে এই অ্যাপে। রেস্তোরাঁর অবস্থানও জানা যাবে গুগল ম্যাপসের মাধ্যমে। কোনো রেস্তোরাঁ কোনো বিশেষ ছাড় বা সুবিধার ঘোষণা দিলে তা এই অ্যাপ নোটিফিকেশনের মাধ্যমে আপনাকে জানিয়ে দেবে। অ্যাপটি চলবে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে। নামানোর ঠিকানা: http://goo.gl/ZQwhGv
টেক–সই প্রতিবেদক