রেড হেরিংয়ের সেরা একশোর তালিকায় বাংলাদেশের ন্যাসেনিয়া

ন্যাসেনিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা শায়ের হাসান পুরস্কার গ্রহণ করছেন
ন্যাসেনিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা শায়ের হাসান পুরস্কার গ্রহণ করছেন

ওয়েব ও মোবাইল অ্যাপ্লিকেশন নির্মাতা ন্যাসেনিয়া লিমিটেড রেড হেরিংয়ের করা এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের সেরা ১০০ প্রতিষ্ঠানের তালিকায় স্থান করে নিয়েছে। আন্তর্জাতিক মিডিয়া প্রতিষ্ঠান রেড হেরিং ১০ সেপ্টেম্বর হংকংয়ে ১০০ টি প্রযুক্তি প্রতিষ্ঠানকে পুরস্কার দিয়েছে। রেড হেরিংয়ের করা বার্ষিক এ তালিকায় এশিয়ার শীর্ষ উদীয়মান প্রতিষ্ঠানগুলোকে রাখা হয় । আর্থিক বিষয় বিবেচনা, প্রযুক্তি উদ্ভাবন, ব্যবস্থাপনা কৌশল ইত্যাদি বিবেচনা করে প্রতিষ্ঠানগুলোকে বাছাই করে রেড হেরিং।
রেড হেরিং-এর প্রকাশক ও প্রধান নির্বাহী অ্যালেক্স ভ্যু জানিয়েছেন, ‘উদ্ভাবন, লক্ষ্য এবং চেষ্টাই উদ্যোক্তা হিসেবে ন্যাসেনিয়ার পরিচয়।’

ন্যাসেনিয়া রেড হেরিংয়ের পুরস্কার জেতায় প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী শায়ের হাসান জানিয়েছেন, পুরস্কার জেতা আমাদের জন্য গর্ব করার মতো ঘটনা।’
রেড হেরিংয়ের তালিকায় ন্যাসেনিয়া ছাড়াও আরেকটি বাংলাদেশি প্রতিষ্ঠান টাইগারআইটির নামও রয়েছে।