নারী ই-কমার্স উদ্যোক্তাদের গোলটেবিল

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারী ই-কমার্স উদ্যোক্তাদের নিয়ে বৈঠকের আয়োজন করেছিল ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)।
‘ওমেন ইন ই-কমার্স: বাংলাদেশ পারস্পেক্টিভ’ শীর্ষক এ গোলটেবিল বৈঠকে বাংলাদেশে নারী ই-কমার্স উদ্যোক্তারা কী কী সমস্যার সম্মুখীন হয়ে থাকেন এবং কীভাবে সেসবের মাধান করা যায়—এসব বিষয়ে আলোচনা করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মাসিক কমপিউটার জগৎ-এর প্রকাশক নাজমা কাদের। আলোচনায় অংশ নেন ই-ক্যাবের নারী ও ই-কমার্সবিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান সারাজীতা, ই-ক্যাবের সভাপতি রাজিব আহমেদ, সাধারণ সম্পাদক আবদুল ওয়াহেদসহ অনেকে।
বক্তারা বলেন, বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক হচ্ছে নারী। কিন্তু বাংলাদেশে এখনো নারীদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। নারীদের জন্য ই-কমার্স আশীর্বাদস্বরূপ হতে পারে, কারণ ই-কমার্সের মাধ্যমে তারা ঘরে বসে বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করতে পারে।
—বিজ্ঞপ্তি