স্পর্শে মানুষ চিনবে স্মার্টফোন!

টাচস্ক্রিন
টাচস্ক্রিন

পাসওয়ার্ডের যুগ যে অচল হতে চলেছে গুগলের কর্মকর্তারা তা আগেই জানিয়েছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের একদল গবেষক নতুন এক ধরনের সফটওয়্যার তৈরি করেছেন যা স্মার্টফোন ও ট্যাবলেটের টাচস্ক্রিনে ব্যবহারকারীর স্পর্শ শনাক্ত করতে পারবে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নিউ সায়েন্টিস্ট-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইলিনয় ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষকেদের তৈরি এ সফটওয়্যারটির নাম ‘সাইলেন্ট-সেন্স’। তাঁদের দাবি, ৯৯ শতাংশ ক্ষেত্রে এ সফটওয়্যার সঠিক ব্যবহারকারীকে চিনতে পারে।

ফোনের বিল্টইন সেন্সর ব্যবহারকারীর স্মার্টফোনে স্পর্শ করার ও চাপ দেওয়ার ধরন, সময়, আঙুলের আকার, অবস্থান প্রভৃতি তথ্য রেকর্ড করে এবং ব্যবহারকারীর স্পর্শ শনাক্ত করে স্মার্টফোনের নিরাপত্তা ব্যবস্থা হিসেবে কাজ করতে পারে।