পঞ্চগড়ে নারীদের প্রশিক্ষণ সম্পন্ন

পঞ্চগড়ে ‘লার্নিং অ্যান্ড আর্নিং’ উন্নয়ন প্রকল্পের অধীনে নারীদের জন্য ১৫ দিনের তথ্যপ্রযুক্তির প্রাথমিক প্রশিক্ষণ শেষ হয়েছে। গতকাল বুধবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সনদ বিতরণ করেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড়-১ আসনের সাংসদ নাজমুল হক প্রধান, পঞ্চগড়-২ আসনের সাংসদ মো. নূরুল ইসলাম, এটুআই প্রকল্পের জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ মো. নাঈমুজ্জামান। জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
আইসিটি বিভাগের সহযোগিতায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম) ও আইবিসিএস-প্রাইমেক্স সফটওয়্যার (বাংলাদেশ) লি. যৌথভাবে এ প্রশিক্ষণের আয়োজন করে।
প্রশিক্ষণে পঞ্চগড় সদর ইউনিয়নের ২০ জন নারী অংশ নেন। প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে এ প্রশিক্ষণ ২৪ মার্চ শুরু হয়।