মার্সিডিজ বিক্রির রেকর্ড

মার্সিডিজ-বেঞ্জের তৈরি মিডসাইজ পিকআপের স্কেচ। ছবি: ডেইমলার
মার্সিডিজ-বেঞ্জের তৈরি মিডসাইজ পিকআপের স্কেচ। ছবি: ডেইমলার

গত মাসে জার্মানির বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান মার্সিডিজ-বেঞ্জ গাড়ি বিক্রিতে রেকর্ড করেছে। গত মাসে বিশ্বজুড়ে এক লাখ ৮৩ হাজার ৪৬৭ ইউনিট মার্সিডিজ-বেঞ্জ গাড়ি বিক্রি হয়েছে। ২০১৪ সালের মার্চ মাসের তুলনায় যা ১৫ দশমিক সাত শতাংশ বেশি। খবর টাইমস অব ইন্ডিয়ার।
মার্সিডিজ-বেঞ্জ গাড়ির বর্তমানে সবচেয়ে বড় বাজার হচ্ছে এশিয়া ও ইউরোপ। অবশ্য গত কয়েক বছরে ইউরোপের গাড়ির বাজারে মন্দা ছিল। ধীরে ধীরে সেই মন্দা কাটিয়ে ওঠায় গাড়ির বাজার আবার ঘুরে দাঁড়িয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
মার্সিডিজ-বেঞ্জ কর্তৃপক্ষ জানিয়েছে, এশিয়া ও ইউরোপ এ দুটি বড় বাজারেই তাদের গাড়ি বিক্রি বেড়েছে। ইউরোপে বেড়েছে ১৬ দশমিক তিন শতাংশ আর চীনের বাজরে বেড়েছে ২০ দশমিক আট শতাংশ।
মার্সিডিজ-বেঞ্জ কর্তৃপক্ষ গতকাল বুধবার জানিয়েছে, ছোট আকারে গাড়ির মধ্যে এ-ক্লাস, বি-ক্লাস, সিএলএ ও জিএলএ গাড়ি বিক্রি হয়েছে বেশি।