চ্যালেঞ্জ থাকা ভালো

.
.

চ্যালেঞ্জের কাজ মানুষের মস্তিষ্ককে শাণিত করে। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আপনাকে অনেক কথা বলা, বিভিন্ন কৌশল নির্ধারণ এবং ব্যবস্থাপনামূলক বিভিন্ন সিদ্ধান্ত নিতে হলে পরবর্তী জীবনে আপনার স্মৃতিশক্তি ও চিন্তাশক্তি বিলুপ্তির মতো সমস্যায় আক্রান্ত হওয়ার ঝুঁকি কমবে। জার্মানির লিপজিগ বিশ্ববিদ্যালয়ের স্নায়ুবিজ্ঞানী ফ্রান্সেসকো থেন এ কথা জানিয়েছেন। তাঁর গবেষণা প্রতিবেদনটি নিউরোলজি সাময়িকীতে প্রকাশিত হয়েছে। ৭৫ বছরের বেশি বয়সী ১ হাজার ৫৪ জনের ওপর ওই গবেষণা চালানো হয়। থেন বলেন, কাজে বিভিন্ন চ্যালেঞ্জ থাকলে তা ইতিবাচক হয় এবং একজন ব্যক্তির মানসিক সামর্থ্যের দিকটি দীর্ঘস্থায়ী করে। আইএএনএস।