ভূমিকম্পের তথ্য স্মার্টফোনে

এবার স্মার্টফোন ব্যবহার করে জানা যাবে ভূমিকম্পের তথ্য। ইতালির একদল গবেষকের দাবি, কোনো নির্দিষ্ট স্থানে মুঠোফোনের নেটওয়ার্কের আওতাভুক্ত সব স্মার্টফোনের তথ্য নিয়ে ভূমিকম্পের মাত্রাসহ অন্যান্য তথ্য পাওয়া যাবে। ভূমিকম্পবিষয়ক মার্কিন সংগঠন বিএসএসএর সাময়িকীতে এ গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। বর্তমানে অধিকাংশ স্মার্টফোনে নড়াচড়ার তথ্য সংগ্রাহক সংবেদি বা মাইক্রো-ইলেকট্রো-মেকানিক্যাল (এমইএম) সিস্টেম বা পদ্ধতির অ্যাকসেলোমিটার থাকে। ইতালির জাতীয় ভূবিদ্যা ও আগ্নেয়গিরি গবেষণা সংস্থার গবেষকেরা বলছেন, স্মার্টফোনের এমইএম অ্যাকসেলোমিটার ভূমিকম্প ও কম্পনের মাত্রা নির্ণয়ে সক্ষম। ইনডিপেনডেন্ট।