দোভাষী চশমা

দোভাষী চশমা
দোভাষী চশমা

চশমা করবে দোভাষীর কাজ। বলে দেবে সময়সূচি। রেস্তোরাঁয় খাবারের তালিকা পড়ে দেবে। জাপানের রাজধানী টোকিওতে ২০২০ সালে অনুষ্ঠেয় অলিম্পিক গেমস সামনে রেখে বিশেষ প্রযুক্তিতে তৈরি করা হচ্ছে এই চশমা। এটি বিভিন্ন দেশের পর্যটকদের ভাষাগত সমস্যা দূর করবে। জাপানি প্রতিষ্ঠান এনটিটি দোকোমো উদ্ভাবিত চশমাটি স্থানীয় একটি প্রযুক্তি মেলায় গত সোমবার প্রদর্শন করা হয়। প্রদর্শনীর আয়োজকেরা বলেন, অলিম্পিকের আসর বসার আগেই বিপুলসংখ্যক চশমা তৈরি করা হবে। বিশেষ চশমাটি চোখে দিলে দর্শকেরা অপরিচিত কোনো ভাষার সংকেত তাঁদের মাতৃভাষার সঙ্গে মিলিয়ে পড়তে পারবেন। সংকেত বুঝতে সক্ষম প্রযুক্তির কারণে চশমা ব্যবহারকারীরা রেস্তোরাঁয় খাবারের তালিকাসহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য নিজ নিজ ভাষায় বুঝতে পারবেন। এএফপি।