রোবট

.
.

নিরাপত্তাপ্রহরী হিসেবে কাজ করবে রোবটরা। এমনটাই দেখা গেছে জাপানের টোকিওতে ৪ মার্চ অনুষ্ঠিত বার্ষিক সিকিউরিটি শোতে। এতে অংশ নেয় জাপান ও অন্যান্য দেশের ১৭০টি নিরাপত্তা প্রতিষ্ঠান।
জাপানের অ্যালসক তৈরি করেছে রোবট নিরাপত্তারক্ষী ও গাইড রোবট ‘রেবর্গ-এক্স’ (ওপরে)। এটি বড় কোনো শপিং মলে ক্রেতাদের বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করতে পারে। আবার দিনের বিভিন্ন সময় পুরো শপিং মলে ঘুরে ঘুরে নিরাপত্তাব্যবস্থাও দেখতে পারবে।
এই রক্ষী রোবট (ডানে) তৈরি করেছে জাপানের নিরাপত্তা প্রতিষ্ঠান সেন্ট্রাল সিকিউরিটি পেট্রোল। এ জন্য ব্যবহার করা হয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান সফটব্যাংকের পেপার রোবট।