ঢাকায় পেঙ্গুইন মেলা

মুক্ত সফটওয়্যার বিষয়ে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে বিশেষ আয়োজন। ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশন বাংলাদেশের (এফওএসএস বাংলাদেশ) উদ্যোগে গত বুধবার ‘পেঙ্গুইন মেলা’ নামের এ আয়োজন হয়েছে ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে (ডিআইইউ)। এতে সফটওয়্যার পাইরেসি থেকে মুক্ত হওয়ার উপায়, মুক্ত সফটওয়্যার, ওপেনসোর্স ও জিএনইউ-লিনাক্স ইত্যাদি বিষয়ে আলোচনা করেন এফওএসএস বাংলাদেশের মহাসচিব সাজেদুর রহিম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন বিভাগের সাবেক অধ্যাপক খন্দকার আবদুর রহিম, ডিআইইউর সফটওয়্যার প্রকৌশল বিভাগের প্রধান তৌহিদ ভূঁইয়াসহ অনেকে। —বিজ্ঞপ্তি