সারাইখানা

আমার কোডব্লকসে সি++ প্রোগ্রাম কম্পাইল হয় না। কেন?
তানজিরা সুষমা 

(ফেসবুক থেকে নেওয়া)
সমাধান: এটা একাধিক কারণে হতে পারে। তাই ঠিক কী সমস্যা হচ্ছে (কোন এরর মেসেজ দেখাচ্ছে) সেটা না দেখে বলা কঠিন।
১. প্রোগ্রাম রান করার আগে ফাইল সেভ করতে হবে। ফাইল C:/ ড্রাইভের পরিবর্তে অন্য ড্রাইভে সেভ করে চালানোর চেষ্টা করা যেতে পারে।
২. ফাইলের এক্সটেনশন ঠিক থাকতে হবে।
৩. gcc ইনস্টল করা থাকতে হবে। “can’t find compiler executable in your search path(GNU GCC compiler)” বার্তা দেখালে নিচের ধাপগুলো অনুসরণ করতে পারেন।
প্রথমে settings মেনুতে গিয়ে compiler-এ ক্লিক করতে হবে। তারপর reset default-এ ক্লিক করতে হবে। পরপর তিনটা পপ-আপ আসবে, সেখানে প্রতিটা ok করতে হবে। এর বাইরে কোডব্লকস আবার ইনস্টল করে দেখা যেতে পারে।
কাজে লাগতে পারে:
http://ask.dimikcomputing.com/questions/1286/codeblocks
http://ask.dimikcomputing.com/questions/201/

পরামর্শ দিয়েছেন—তামিম শাহরিয়ার, চেয়ারম্যান, দ্বিমিক কম্পিউটিং স্কুল

সারাইখানায় প্রশ্ন পাঠানোর ঠিকানা: সারাইখানা, প্রজন্ম ডটকম
প্রথম আলো, সিএ ভবন ১০০ কাজী নজরুল ইসলাম, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫
ই-মেইল: [email protected]
ফেসবুক: www.facebook.com/ProjonmoDotCom