স্মার্টফোনে দ্রুত চার্জ দেওয়া

স্মার্টফোন কাজে-কর্মে স্মার্ট হলেও বেশ কিছু দিক দিয়ে বেশ সেকেলে। ফোন চার্জ করতে সময় বেশি নেওয়া অন্যতম একটা অসুবিধা।কিছু নিয়ম মেনে স্মার্টফোন দ্রুত চার্জ করে নেওয়া যাবে। দ্রুত চার্জ করতে চাইলে যা যা করা যায়—

l ফোন চার্জ করার সময় অযথা কাজ করা থেকে বিরত থাকুন। পুরোপুরি চার্জ না হওয়া পর্যন্ত কোনো কাজ করবেন না।

l দ্রুত চার্জ করাতে হলে ফোনটি বন্ধ করে চার্জ করুন। ব্যাটারির অপচয় কম হবে, দ্রুত চার্জ হবে।

l যদি ফোন বন্ধ করে চার্জ দিতে না চান, তবে ফোনের Airplane Mode চালু করে নিন। এটি মোবাইল নেটওয়ার্ক এবং ওয়াই-ফাই থেকে ফোনকে বিচ্ছিন্ন রেখে ব্যাটারির অযথা শক্তি কমাবে না।

l কাজ করতে গিয়ে ফোনের ব্যাটারি গরম হতে পারে। উচ্চ তাপমাত্রায় উল্লেখযোগ্যভাবে ব্যাটারির কর্মক্ষমতা হ্রাস পায়। তাই ব্যাটারি ঠান্ডা করে চার্জ করে নিতে হবে।

l কম্পিউটারে ইউএসবি কেবেলর সাহায্যে ফোনে চার্জ না দেওয়াই ভালো। এতে চার্জ ধীরে হয়। যদি একান্তই সরাসরি চার্জার দিয়ে চার্জ দিতে না পারেন, তাহলে ইউএসবি কেব্ল ব্যবহার করা যেতে পারে।

l লিথিয়াম আয়ন ব্যাটারির সর্বোত্তম ব্যবহারের জন্য প্রতি মাসে অন্তত একবার ব্যাটারিকে পুরো চার্জ করে তা নিঃশেষ করে নিয়ে আবার ১০০ শতাংশ চার্জ করে নিতে হবে।

l ফোন চার্জ করার আগে এর পর্দার সময় (স্ক্রিন টাইমআউট) এবং রিংটোনের শব্দ কমিয়ে নিন। ভাইব্রেশনও বন্ধ করে নিন।

l ফেসবুক ব্যবহারের সময় check-in ব্যবহার থেকে বিরত থাকুন। এটি স্বয়ংক্রিয়ভাবে জিপিএস সেবা চালু করে এবং অনেক চার্জ খরচ করে।

l অভ্যন্তরে চলা অ্যাপস বন্ধ রেখে চার্জ করে নিলে অযথা চার্জ অপচয় না হয়ে দ্রুত চার্জ সম্পন্ন হবে।

—মো. রাকিবুল হাসান